কৌস্তুভ কুন্ডু একই একশো শ্রী ধনপাত রায় সাচদেভ মেমোরিয়াল রেটিং ওপেন ২০২৫

IM কৌস্তুভ কুন্ডু অপরাজিত থেকে ৮.৫ পয়েন্ট করে শ্রী ধনপাত রায় সাচদেভ মেমোরিয়াল রেটিং ওপেন ২০২৫ চ্যাম্পিয়ন হন। কৌস্তুভ সকলের থেকে ০.৫ পয়েন্ট এগিয়ে শেষ করেন। আশীর্বাদ সোয়াইন একক ৮ পয়েন্ট করে দ্বিতীয় স্থান অধিকার করেন। রামানুজ মিশ্র, CM ব্যোম মালহোত্রা এবং রোহিত যাদব ব র ৭.৫ পয়েন্ট করেন। তাঁহারা তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থান পান টাই-ব্রেক অনুযায়ী। মোট পুরস্কার মূল্য ছিল ₹১৩০০০০০। প্রথম তিনটি পুরস্কার ছিল ₹১০০০০০, ₹৭০০০০ এবং ₹৪০০০০ সঙ্গে একটি করে ট্রফি। রায় সাহেব কাউন্সিল ফর স্পোর্টস এন্ড এডুকেশন এই পাঁচদিনব্যাপী নয় রাউন্ড রেটিং উন্মুক্ত টুর্নামেন্টের আয়োজন করেছিলেন হোটেল অপুলেন্ট বাই উদমান, নতুন দিল্লীতে ২৪শে থেকে ৩১শে আগস্ট ২০২৫। ইহা কৌস্তুভের বছরের ষষ্ঠ এবং আগস্ট মাসের তৃতীয় টুর্নামেন্ট বিজয়। ছবি: রায় সাহেব কাউন্সিল ফর স্পোর্টস এন্ড এডুকেশন