মৈত্রেয়ী মন্ডল ১৬তম KIIT আন্তর্জাতিক দাবা উৎসব অনুর্ধ ১৯০০ রেটিং ২০২৫ চ্যাম্পিয়ন

মৈত্রেয়ী মন্ডল ও দেবাঞ্জন সিন্হা দুজনের প্রত্যেকেই ৯ পয়েন্ট করেন। মৈত্রেয়ী ১৬তম KIIT আন্তর্জাতিক দাবা উৎসব অনুর্ধ ১৯০০ রেটিং ২০২৫ চ্যাম্পিয়ন হন তাঁর টাই-ব্রেক স্কোর ভালো হওয়ার দরুণ। দেবাঞ্জন দ্বিতীয় স্থান অধিকার করেন। সৌমাল্য মন্ডল একক ৮.৫ পয়েন্ট করে তৃতীয় স্থান অধিকার করেন। মোট পুরস্কার মূল্য ছিল ₹১৫০০০০০। প্রথম তিনটি পুরস্কার ছিল ₹১০০০০০, ₹৭৫০০০ এবং ₹৬০০০০ সঙ্গে একটি করে ট্রফি প্রত্যেকের জন্য। কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি এই চারদিনব্যাপী দশ রাউন্ড অনুর্ধ-১৯০০ রেটিং টুর্নামেন্টের আয়োজন করেছিলেন সেখানেই, ভুবনেশ্বর, ওড়িশাতে ৯ই থেকে ১২ই মে ২০২৫। ইহা মৈত্রেয়ীর বছরের প্রথম ব্যাক্তিগত রেটিং টুর্নামেন্ট বিজয়প্রাপ্তি। একজন বালিকা একটি রেটিং সীমিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া একটি বিরল দৃষ্টান্ত, কিন্তু ইহা পাল্টাচ্ছে দ্রুতগতিতে।